Sunday, December 13, 2015

The Ability For Job- চাকরির যোগ্যতা বিচার!


কষ্ট করে মার্ষ্টাস পাশ করে আপনি আজ যোগ্যতাহীন, পথে পথে ঘুরে বেড়ানো পথিক। কতকগুলো চাকরিতে আপনি লিখিত ও মৌখিক পরীক্ষা দিয়েছেন বটে কিন্তু চাকরি মেলেনি।
ভাবতে অবাক লাগে, আপনি এখনো যোগ্যতা অর্জন করতে সক্ষম হননি।
বিনা খাটুনিতে মার্ষ্টাসের সার্টিফিকেট আপনার হাতে আসেনি। অথচ এখনো আপনি চাকরির পরীক্ষা দিয়েই চলেছে। ধন্যবাদ!
আশা থাকা ভাল।

বর্তমান সৃজনশীল পড়া-শুনাই উপযুক্ত এবং তারাই চাকরির সুফল ভোগ করবে। কিন্তু প্রশ্ন থেকে যায়, ঘুষ কে খাবে?

মেধার বা যোগ্যতার বিচার হয়ঃ
১। লিখিত পরীক্ষার নম্বর দিয়ে। (শিক্ষাগত সার্টিফিকেট নগণ্য)
২। মৌখিক পরীক্ষার ফলাফল দিয়ে। (মার্কশিট মূল্যহীন)
৩। টাকার বা মামার জোর দিয়ে। (দরিদ্র প্রার্থি এনজিও খোঁজ করুন)
৪। ৫বছরের অভিজ্ঞতা দিয়ে। (আপনি সবে পাশ করেছেন)

বোকার মত প্রশ্ন করি?

এত পড়ে হবে কি? পড়া তো শুরু হয় প্রাতিষ্ঠানিক শিক্ষার শেষে, তাই নয় কি?